মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুলগুলো গ্রীষ্মের আগেই খুলে দিতে রাজ্য গভর্নরদের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগে রাজ্যগুলোর সরকারি স্কুলগুলো খুলে দেওয়ার বিষয়টি ঐকান্তিকভাবে ভাবা উচিত। সোমবার ট্রাম্প বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গে অর্থনীতির স্বার্থে কিভাবে সব কিছু খুলে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনাকালে এ আহ্বান জানান। -এপি, টাইমস অব ইন্ডিয়া
তিনি বলেন, আপনাদের কারো না কারো স্কুল খুলে দেওয়ার ব্যাপারে ভাবা উচিত। কারণ, অনেকেই স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারে আগ্রহী। এই দুর্যোগে আমাদের পাশাপাশি তরুণ ছেলেমেয়েরা অনেক ভালো ভালো কাজ করেছে।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা বিষয়টি ঐকান্তিকভাবে ভাবতে পারেন। হয়তো ভাবছেনও। কিন্তু বার্তা সংস্থা এপির কাছে, ট্রাম্পের বক্তব্যের যে রেকর্ডিং পাওয়া গেছে, তাতে ট্রাম্পের আহ্বানে কোনো গভর্নরের সাড়া দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
অর্থনৈতিক তৎপরতা কিভাবে শুরু করা যায় তা নিয়ে গাইডলাইন তৈরির কাজ শেষ করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন। সেই গাইডলাইনস চূড়ান্ত করার সময় তিনি উল্লিখিত মন্তব্য করেছেন। শিক্ষার্থীদের ব্যাপারে বলা হয়েছে, তারা শ্রেণিকক্ষে বসবে ছয় ফুট দূরত্ব রেখে, খাবে বাসা থেকে আনা খাবার। ক্যাফেটেরিয়া ও খেলার মাঠ বন্ধ থাকবে।
অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে স্কুলগুলো কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হচ্ছে। সন্তানদের নিরাপদ স্থানে রাখতে না পারলে পিতামাতারা কাজে যেতে পারবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।