Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাট-বাজারের ইজারা পরিশোধের সময় বাড়লো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৫:০৯ পিএম

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় দু’মাস বাড়িয়েছে সরকার। হাট-বাজারের ইজারা আগামী ৩১ মে পর্যন্ত পরিশোধ করা যাবে।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। গত ৩ এপ্রিল পরিশোধের শেষ সময় ছিল।
স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে জারি করা হাট-বাজারের ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা অনুযায়ী হাট-বাজারের ইজারা বাংলা বছরের ভিত্তিতে (বৈশাখ-চৈত্র) এক বছরের জন্য দিতে হবে। কোনো বছরের যাবতীয় ইজারা কার্যক্রম আগের বছরের ২০ চৈত্র অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।
পরিপত্রে আরো বলা হয়, দেশের অফিস-আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশের অধিকাংশ এলাকা লকডাউন করা হয়েছে। ইতোমধ্যে অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অর্থনৈতিক কর্মকান্ড ব্যাপকভাবে বিঘিœত হচ্ছে বিধায় হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ