মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইডেনে এক তুরস্কের নাগরিকের করোনা সনাক্ত হবার পর তার অবস্থা অবনতির দিকে যেতে থাকে। তা সত্ত্বেও তাকে হসপিটালে না রেখে বাসায় পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই রোগীর মেয়ে তুরস্কের প্রেসিডেন্টকে মেনশন করে সাহায্য চেয়ে টুইটারে এক পোস্ট করেন।
Devletimiz Vâr Olsun
— Recep Tayyip Erdoğan fan (@erdogan__reis) April 26, 2020
Bu sadece 1 örnek #ÜlkemleGururDuyuyorum pic.twitter.com/AwISChxJdQ #pazar #DünyaPilotlarGünü
তার পোস্ট করার কিছুক্ষন পরেই তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী রিপ্লাইয়ে জানিয়ে দেন “প্রিয় লেয়লা, তোমার আওয়াজ আমরা শুনেছি, আমরা এয়ার এ্যাম্বুলেন্স নিয়ে সুইডেনে আসছি। তোমার বাবার জন্য আমাদের হসপিটাল এবং আমাদের ডাক্তাররা প্রস্তুত”।
মাত্র ৭-৮ ঘন্টার ব্যাবধানে, ওই রোগীসহ পুরো পরিবারকে নিয়ে তুরস্কের এয়ার এ্যাম্বুলেন্স ইতিমধ্যে দেশটির রাজধানী আংকারায়।
একজন নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ কতটুকু তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সূত্র: ডেইলি সাবাহ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।