Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাস্ক পরা নিয়ে তর্ক, চেয়ারম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১১:৫৮ এএম

শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় মাস্ক পরা নিয়ে তর্কের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।


সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিড্যা আমিনবাজারে কাইচকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমীন (৬৫), তার স্ত্রী মমতাজ বেগম (৫০), ছেলে রাব্বি আমীন (৩০) ও ভাতিজা চৈতন (১৮)।

অভিযোগে জানা যায়, সোমবার সকালে সিড্যা আমিনবাজারে কাইচকুড়ি গ্রামের গিয়াসউদ্দিন ঢালী (৫০) কলা বিক্রির জন্য আসেন। তখন তার মুখে মাস্ক না থাকায় সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে রাব্বি মাস্ক কোথায় এবং কেন পরেননি, জিজ্ঞাসা করেন।

এতে গিয়াসউদ্দিন ঢালী বিভিন্ন ধরনের কথা বলেন এবং তার সঙ্গে তর্কে জড়িয়ে যান। স্থানীয়দের সাহায্যে মীমাংসা হয় ব্যাপারটি।

পরে রাত সাড়ে ৮টার দিকে গিয়াসউদ্দিন ঢালীর নেতৃত্বে কাইচকুড়ির ২০-২৫ জন দলবল নিয়ে প্রথমে রাব্বি আমীনের ওপর, পরে ইউনিয়ন চেয়ারম্যান ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে জখম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ