মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, তার দেশের নাগরিকরা করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু শনাক্ত হয়নি এমন একটি ঘটনাও নেই। নিউজিল্যান্ড এই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হয়েছে। গতকাল মধ্যরাতে দেশব্যাপী চালু থাকা লকডাউন কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লমফিল্ড বলেছেন, তাদের দেশ ‘করেনাভাইরাস নির্মূল করার’ যে লক্ষ্য নিয়েছিল সেটি অর্জিত হয়েছে। তিনি বলেন, তাদের দেশের একজন রোগীও যে নেই, বিষয়টি এমন নয়।
অ্যাশলে ব্লমফিল্ড আরো বলেন, করোনাভাইরাস কোথা থেকে এসেছে, সে বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছেন। গতকাল সোমবার করোনাভাইরাসে একজন নতুন ব্যক্তি শনাক্ত হয়েছে। আর একজনের মৃত্যুও হয়েছে।
নিউজিল্যান্ডে করোনাভাইরাসে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দেড় হাজরের কম। দেশটিতে আক্রান্ত ৮০ ভাগ রোগী এখন সুস্থ হয়ে উঠেছেন। করোনায় মারা গেছে ১৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।