Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রাণের দাবিতে অবরোধ

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

স্বজনপ্রীতি করে ত্রাণ প্রদান করা এবং প্রকৃত দুস্থ্য ও অসহায়দের ত্রাণ প্রদান না করায় ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বঞ্চিতরা।
গতকাল সোমবার সকাল ৯ টা থেকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহসড়কের দরবারপুর নামক এলাকায় এই সড়ক অবরোধ করা হয়। ৫ঘণ্টা পরে তালিকা তৈরি করার মাধ্যমে প্রকৃত দুস্থ্য ও অসহায়দের মাঝে ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে মর্মে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২/১ দিনের মধ্যেই তালিকা তৈরি করে প্রশাসনের নিকট প্রদান করা মাত্রই ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ