মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। কমছে রোগী রাখার জায়গা। এই অবস্থায় মহারাষ্ট্রের পুনেতে একটি মসজিদের কর্তৃপক্ষ এগিয়ে এলেন। মসজিদ ছেড়ে দিলেন কোয়ারান্টিন কেন্দ্র তৈরির জন্য।
লকডাউনের জন্য এখন মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ। এই অবস্থায় অভিনব উদ্যোগ নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে পুনের একটি মসজিদ। আজম ক্যাম্পাসে এই মসজিদের দোতলায় বিশাল হলঘরে কোয়ারান্টিন সেন্টার তৈরি করা হয়েছে। করোনায় আক্রান্ত ৮০ জন সেখানে থাকতে পারবেন। মসজিদের নয় হাজার বর্গফুটের এই হল তাঁরা ব্যবহার করতে চান করোনার বিরুদ্ধে লড়াই করতে।
মহারাষ্ট্র কসমোপলিটান অ্যান্ড এডুকেশন সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার জানিয়েছেন, ''এখন মসজিদের দোতলা করোনা রোগীদের জন্য তৈরি। আমাদের ট্রাস্ট সেখানে খাবার দেবে। আমরা রাজ্য সরকারকে যেটুকু পারি সাহায্য করতে চাই। মসজিদের ভিতরে ফ্যান, লাইট, টয়লেট, বেড সবই আছে। তাই করোনার রোগীদের সেখানে রাখতে কোনও অসুবিধা নেই।''
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।