Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন বার্তা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৫:০২ পিএম

বাংলাদেশ থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য সরকার। গত রোববার পর্যন্ত ব্রিটিশ নাগরিকদের নিয়ে চারটি ফ্লাইট ঢাকা ছেড়েছে। নতুন করে আরও ৫টি ফ্লাইটের ঘোষণা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন রবার্ট চ্যাটারটন ডিকসন।
সোমবার (২৭ এপ্রিল) ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তা ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে থাকা তার দেশের নাগরিক অল্প সময়ের নোটিশে ভ্রমণে প্রস্তুত থাকতে বলেছেন।
ডিকসন বলেন, দেশে ফেরার জন্য যারা ইতিপূর্বে অনলাইনে রেজিষ্ট্রেশন করেছিলেন তাদের কেউ কেউ ফ্লাইটে ওঠেননি। তাদের জন্য পরবর্তীতে আর ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।
করোনা সংকটের কারণে ১৬৮ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে চতুর্থ বিশেষ ফ্লাইট রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা ছেড়েছে। এর আগে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে প্রথম বিশেষ ফ্লাইট গত ২১ এপ্রিল এবং দ্বিতীয় বিশেষ ফ্লাইট ২৩ এপ্রিল এবং তৃতীয় বিশেষ ফ্লাইট ২৫ এপ্রিল ঢাকা ছাড়ে।
এদিকে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা শেষ হওয়ার আগেই আরও ৫টি নতুন ফ্লাইটের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন একটি ভিডিও বার্তায় বলেন, নতুন আরও ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে যা ২৯ এপ্রিল, ১ মে, ৩ মে, ৫ মে ও ৭ মে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের সেখান থেকে ঢাকার অভ্যন্তরীণ ফ্লাইটে আনার জন্য বুকিংয়ের বিকল্প রয়েছে। তবে শুধু ৩ মে’র ফ্লাইটের জন্য এই সুবিধা থাকছে না। ঢাকা বা সিলেট যে যেখান থেকেই যাত্রা শুরু করবে তার জন্য মাথাপিছু ৬০০ পাউন্ড দিতে হবে।
ইচ্ছুক ব্রিটিশ নাগরিকরা করপোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনার এর মাধ্যমে এই ফ্লাইটগুলো বুক করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ