মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রশান্ত মহাসাগর ঘেঁষা দক্ষিণ আমেরিকার আকারে ছোট দেশ পেরুর পুলিশ কর্মকর্তাদের অনেকেই চোখে অন্ধকার দেখছেন। একের পর এক কর্মকর্তার মৃত্যুতে তাদের চোখে অন্ধকার নেমে এসেছে।
করোনাভাইরাসে লকডাউনে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়ে ইতোমধ্যে পেরুর ১৭ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। দেশটির সরকারের পরক্ষ থেকে পুলিশ কর্মকর্তাদের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানানো হয়।
পেরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৭০০। পরিস্থিতি মোকাবিলায় ১৬ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। চলতি মাসের শেষ সপ্তাহের শুরুতে কর্তৃপক্ষ জানিয়েছিল, লকডাউনে দায়িত্বপালন করতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশটির অন্তত এক হাজার ৩০০ জন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
একদিন আগে দায়িত্ব নেওয়া পেরুর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গাস্তন রদ্রিগেস গত শনিবার বলেন, ‘দেশজুড়ে আমরা ১৭ জন পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে। তাদের মধ্যে ১১ জনই রাজধানী লিমার’।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আন্দিনা জানিয়েছে, করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ ভঙ্গকারীদের রুখতে গিয়ে এসব পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।