Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস-বিদ্যুৎ-তেলের ব্যবহার কমেছে

বন্ধ হয়নি গ্রাহকের হয়রানি

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও জ্বালানির ব্যবহার কমেছে। বিদ্যুৎ গ্যাস তেল সব কিছুরই চাহিদা কমেছে। শিল্প বন্ধ। চলছে না যানবাহনও। জ্বালানির যা ব্যবহার তার প্রায় পুরোটা আবাসিকে। মাত্রাতিরিক্ত জ্বালানির ব্যবহার কমলেও থামছেনা গ্রাহকের হয়রানি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ইনকিলাবকে বলেন, করোনার কারণে সব কিছু কমছে। চলাচল স্বাভাবিক হলে এটি থাকবে না। গ্রাহকদের হয়রানি বন্ধে করতে আমার মন্ত্রণালয় সব সময় কাজ করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বলছে, জ্বালানি তেলের ব্যবহার কমেছে ৬০ শতাংশ। তবে আমদানি স্বাভাবিক আছে। বিদ্যুতের ব্যবহার কমেছে গড়ে প্রায় ১৫ শতাংশ। আর বোতল গ্যাসের ব্যবহার কমেছে প্রায় ৩০ শতাংশ।
মফস্বল শহরে কমেছে বেশি বোতল গ্যাসের ব্যবহার। স্বাভাবিক সময়ের তুলনায় জ্বালানি তেলের ব্যবহার কমেছে গড়ে ৬০ শতাংশের বেশি। এর মধ্যে জেট ফুয়েলের ব্যবহার ১০০ শতাংশ কমেছে। এতে জ্বালানি তেলের মজুত বাড়ছে। অপরদিকে পণ্যটির সরবরাহ ব্যবস্থা সচল রাখার জন্য কর্মী সুরক্ষা নিশ্চিত করে ডিপোগুলো চালু রেখেছে বিপিসি। পাশাপাশি আমদানিও অব্যাহত রেখেছে।

বিপিসি সূত্রে জানা গেছে, সারাদেশের শিল্প, বাণিজ্য, কৃষি ও পরিবহন খাতে প্রতি মাসে গড়ে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ডিজেলের চাহিদা সাড়ে চার থেকে পাঁচ লাখ টন অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ। এ হিসেবে প্রতিদিন দেশে ডিজেলের চাহিদা প্রায় ১৫ হাজার টন।
গত ২৪ মার্চ থেকে এ পর্যন্ত সাধারণ ছুটিতে বিক্রি হয়েছে পাঁচ হাজার টন। অর্থাৎ করোনার প্রভাবে শুধু ডিজেলের চাহিদা কমেছে প্রায় ৬৭ শতাংশ। অন্যদিকে জেট ফুয়েলের চাহিদা ও ব্যবহার কমেছে ১০০ শতাংশ। সাধারণত প্রতিদিন এভিয়েশন খাতে গড়ে এক হাজার ১৫০ থেকে এক হাজার ২৫০ টন জেট ফুয়েল লাগে।
আর প্রতি মাসে ৩৪ হাজার থেকে ৩৯ হাজার টন এবং বছরে চার লাখ ১০ থেকে সাড়ে চার লাখ টন চাহিদা। শুধু এ দুই ধরনের জ্বালানি পণ্যই নয়, একইভাবে কমেছে অকটেন, পেট্রোল, কেরোসিন, ফার্নেসসহ অন্যান্য জ্বালানি পণ্য। তবে বিক্রি কমলেও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখছে সরকার।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত বাড়ানো হয়েছে। ডিপোগুলো একদিন বন্ধ ও একদিন চালু এ নীতিতে পরিচালনা করা হচ্ছে। আগে তেল নেওয়ার জন্য এক সঙ্গে তিনজন ডিপোতে ঢুকতে পারত। এখন শুধু চালক প্রবেশ করতে পারেন।

বিপিসি পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল, জেবিও, লুব অয়েল, এসবিপি, এমবিপি, এলপিজি, বিটুমিন, ডিজেল, জেট এ-১, অকটেন ও এলডিও সরবরাহ করছে। ২০১৮-১৯ অর্থবছরে বিপিসি’র মোট জ্বালানি পণ্যের বিক্রির পরিমাণ ছিল ৬৫ লাখ ৪৯ হাজার ৫৯৭ টন, যা আগের অর্থবছরে ছিল ৬৯ লাখ ৪৮ হাজার ৩৩৬ মেট্রিক টন।

অপরদিকে, বিদ্যুতের ব্যবহার কমেছে গড়ে প্রায় ১৫ শতাংশ। চলতি এপ্রিলে গড়ে সর্বোচ্চ চাহিদার সময় অর্থাৎ সন্ধ্যার সময় বিদ্যুতের চাহিদা আছে ৯ হাজার ৫০০ মেগাওয়াট। ঠিক এই সময় গত বছর বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১১ হাজার মেগাওয়াট। দিনের বেলা কম চাহিদার সময় গতবছর ব্যবহার হয়েছে সাড়ে ৮ হাজার মেগাওয়াটের বেশি। এখন লাগছে সাড়ে ৬ হাজার মেগাওয়াটের বেশি। গতবছর দিনের বেলা হয়েছে ৮ হাজার ৬৭৬ মেগাওয়াট। আর এবছর ১৯ শে এপ্রিল একই সময়ে হয়েছে ৬ হাজার ৭২৩ মেগাওয়াট।
করোনায় গ্যাসের চাহিদা কমেছে প্রায় ৩০ শতাংশ। গতবছর এসময় গড়ে গ্যাস প্রয়োজন ছিল ৩০০ কোটি ঘনফুট। এখন গড়ে ব্যবহার হচ্ছে ২০০ কোটি ঘনফুট। বিদ্যুৎ আর আবাসিক প্রয়োজনে গ্যাসের ব্যবহার স্বাভাবিক থাকলেও শিল্প ও বাণিজ্য চাহিদা কমেছে। কিছু শিল্প চললেও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রায় সবই বন্ধ। তাই গ্যাসের ব্যবহার কমেছে। এদিকে রান্নায় বোতল গ্যাসের চাহিদা কমেছে প্রায় ৪০ শতাংশ। বিশেষ করে মফস্বল শহরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্বালানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ