Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চোখে লুকিয়ে থাকতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

নাকে কিংবা গলায় নয়, করোনাভাইরাস আপনার চোখেও থাকতে পারে। আর সেই চোখ থেকেও ছড়াতে পারে সংক্রমণ। সুস্থ হওয়ার পরেও আক্রান্তের চোখের মধ্যে নোভেল করোনার জীবাণু লুকিয়ে থাকতে পারে বলে দাবি করছেন চিকিৎসকদের একাংশ। ফলে দেখা দিতে পারে কংজাইটিভাইটিস। 

সম্প্রতি ইতালিতে অনলাইনে প্রকাশিত এক মেডিক্যাল জার্নালে এমন তথ্য উঠে এসেছে। এর ফলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ইতালির প্রথম করোনা আক্রান্তের চোখে বাসা বেঁধেছিল এই মারণ জীবাণু।

চীনের উহান প্রদেশ থেকে ফিরেছিলেন ৬৫ বছরের ওই মহিলা। এর পাঁচদিনের মাথায় তার দেহে একাধিক উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমদিকে শুকনো কাশি, গলা ব্যথা ও নাকে অসম্ভব জ্বালা দেখা দেয়। একইসঙ্গে তার চোখে কংজাইটিভাইটিসের উপসর্গও ধরা পড়ে। পরে লালারস পরীক্ষা করে দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতাল সূত্রের খবর, আক্রান্ত হওয়ার তিনদিনের মাথায় তার চোখ থেকে সোয়্যাবের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা। সেই নমুনায় করোনার জীবাণুর হদিস মেলে। হাসপাতালে তিনি যতদিন ছিলেন, সেইসময় একটানা তার চোখ দিয়ে পানি পড়ত।

ইতালির গবেষক জানান, কোনও রোগী সুস্থ হওয়ার তিন সপ্তাহ পরেও তার চোখে করোনার জীবাণু থাকতে পারে। সেখান থেকে এই মারণ রোগের সংক্রমণ ছড়াতেও পারে। এমনকী সেই সময় নাক থেকে সংগৃহীত নমুণায় করোনার জীবাণু নাও থাকতে পারে।
কিন্তু চোখের জলে ক্রমাগত বংশবিস্তার করতে পারে এই মারণ জীবাণু। তাই এই সময় ঘনঘন চোখ-নাক-মুখ স্পর্শ করতে বারণ করছেন চিকিৎসকরা। ইতালির ওই আক্রান্তের সুস্থ হয়ে ওঠার ২৭ দিন পরেও চোখের তরলে করোনার হদিস মিলেছিল। সূত্র : মেট্রো ইউকে।



 

Show all comments
  • MD Shahin ২৭ এপ্রিল, ২০২০, ১:২৪ এএম says : 0
    Alam Vai re atoo voi r valo lagena.jai hok.... Allah vorosa.
    Total Reply(0) Reply
  • K M Mehedi Hasan ২৭ এপ্রিল, ২০২০, ১:২৫ এএম says : 0
    মৃত্যু একদিন আসবেই এ নিয়ে আমি সংকিত নই আমি মুসলিম মৃত্যু কে ভয় করি না, ভয় হয় মৃত্যুর পরবতী জীবন অথাৎ পরকালের জীবন নিয়ে, আল্লাহ আমাদের মাফ কর।
    Total Reply(0) Reply
  • Kamal Pasha Jafree ২৭ এপ্রিল, ২০২০, ১:২৫ এএম says : 0
    এয়া আল্লাহ করোনা ভাইরাস থেকে সকল মুসলিমদেরকে আপনার রহমত দিয়ে হেফাজত করুন,আমিন।
    Total Reply(0) Reply
  • Sakib Shikder ২৭ এপ্রিল, ২০২০, ১:২৫ এএম says : 0
    ওজু করে ৫ ওয়াক্ত নামাজ পড়লে একদম নিশ্চিত থাকতে পারবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ