মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসে নাজেহাল ইউরোপে ইতালি, ফ্রান্স ও স্পেনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। একইসময়ে ভাইরাসটির বিস্তার বাড়ছে অন্যান্য ইউরোপীয় দেশে। এর মধ্যে অন্যতম বেলজিয়াম। সেখানে সর্বশেষ করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৬ হাজারের বেশি মানুষ।
বেলজিয়ামের জাতীয় সংকট কেন্দ্র জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৮ জন। জন হপকিন্স অনুসারে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪ জন। এছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৮০৯ জন। মোট মারা গেছেন ৪৬ হাজার ১৩৪ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নতুন ২০৪ জন রোগী। এ নিয়ে মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে মোট হাসপাতাল ছাড়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৫৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।