Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুস্থদের পাশে দাঁড়াতে জমি বেচলেন দুই ভাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাস মহামারিতে লকডাউনের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে উদাহরণ তৈরি করলেন কর্ণাটকের কলার জেলার দুই ব্যবসায়ী ভাই তাজাম্মুল পাশা ও মুজাম্মিল পাশা। দুস্থদের মুখে খাবার তুলে দিতে ২৫ লাখ রুপিতে নিজেদের জমি বেচলেন তারা। নিজেদের জেলায় দিনমজুর ও তাদের পরিবারের ভোগান্তি দেখে দুই ভাই তাদের জমি বেচার সিদ্ধান্ত নেন এবং তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাবার কেনেন তারা। দুই ভাই জমি বেচা অর্থ দিয়ে তেল ও খাদ্যশস্য কেনেন। তারপর ঘরের পাশে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেন। দিনমজুর ও আশ্রয়হীন মানুষদের জন্য সেখানেই খাবার রান্না হচ্ছে। দুই ভাই রিয়েল এস্টেটের পাশাপাশি কলা চাষ করেন। মা-বাবা মারা যাওয়ার সময় তাজাম্মুলের বয়স ছিল ৫ আর মুজাম্মিলের ৩। এতিম দুই ভাই চিকবালাপোর থেকে সোজা চলে যান কলারে নানাবাড়ি। সেখানেই বেড়ে ওঠা। দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত হয়েও সব স¤প্রদায় ও ধর্মের মানুষের সমর্থন পেয়েছেন। দুস্থদের পাশে দাঁড়ানো শিখেছেন সেখান থেকে। তাজাম্মুল ও মুজাম্মিল ৩ হাজার পরিবারকে দিয়েছেন খাদ্যশষ্য, তেল, চিনি ও অন্য প্রয়োজনীয় দ্রব্য। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ