যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
‘হাছন রাজা’ খ্যাত নায়ক সিলেটি হেলাল খানের শতবর্ষী বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বাবার নাম মাওলানা আব্দুন নুর খান। করোনায় আক্রান্ত হয়ে বেশ কদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি । একই পরিবারের আরও কয়েকজনও চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। সিলেট বিয়ানীবাজার উপজেলার আলী নগর গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুন নুর খান যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসাকালীন গতকাল শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ত্যাগ করেন শেষ নিঃশ্বাস । এর আগে নায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘আমার বাবা মৌলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।’ বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটাই সুস্থতার পথে।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।