বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় আটলানটেক্স এ্যাপারেলস (প্রা:)লি: নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বেতনের দাবীতে কারখানার সামনে সালনা-শিমুলতলী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া, স্টাইল ক্যাপ নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
শ্রমিকরা জানায়, করোনা আতঙ্কে সারাদেশে গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষনা করা হলে শ্রমিকরা
বেতন বকেয়া রেখেই বাড়ি চলে যায়। পরে মালিকপক্ষ কারখানা চালু করলে যে শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্তু মার্চ মাসের বকেয়া বেতন দিতে গরিমসি শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে আজ সকালে শ্রমিকরা একমাসের বকেয়া বেতনের দাবীতে কারখানায় কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ শুরু করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।