Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে : এয়ার কোয়ালিটি ইনডেক্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১:১০ পিএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে ঢাকা, বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে বলে এয়ার কোয়ালিটি ইনডেক্স থেকে জানা গেছে।এয়ার কোয়ালিটি ইনডেক্স ( একিউআই ) জানায়, রোববার সকাল ৮.২৫ মিনিটে ৯৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮তম খারাপ অবস্থানে ছিলো ঢাকা। বাতাসের মানের এই স্কোর ছিলো মাঝারি। সূত্র: ইউএনবি
বিশ্বের প্রথম তিন দূষিত শহরের তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা ও চীনের শেনজেং। তাদের স্কোর যথাক্রমে ১৯২, ১৭৫ ও ১৬৩। একিউআই স্কোর ৫০ এর নিচে থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে শিশু, বয়স্ক, অসুস্থরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সকল বাসিন্দাই স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন।
করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, অপ্রয়োজনীয় সেবা ও যাতায়াত বন্ধ রয়েছে। জনগণকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে । এই পদক্ষেপে বিশ্বের সেরা দশ দূষিত শহরের তালিকা থেকে বের হয়ে এসেছে ঢাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ