Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন রণতরীর ৮৪০ সেনা করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১১:০৫ এএম

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের ৮৪০ জন সেনা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত বলে পরীক্ষায় ধরা পড়েছে। মার্কিন নৌবাহিনীর তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, গত একমাসে এই যুদ্ধজাহাজের প্রায় ৫,০০০ নৌসেনা এবং নাবিকের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪,০৯৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ৮৪০ জনের এসেছে পজিটিভ ফলাফল এবং অল্পসংখ্যক ফলাফল বাকি রয়েছে। এছাড়া ৮৮ জন নাবিক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

মার্কিন নৌবাহিনী বলেছে, ৪,২৩৪ জন সেনাকে গুয়াম নৌঘাঁটিতে নেয়া হয়েছে এবং তাদেরকে সেখানকার কয়েকটি হোটেলে রাখা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত সেনাদের মধ্যে চারজনকে মার্কিন নৌবাহিনীর হাসপাতালে রাখা হয়েছে তবে শুক্রবার পর্যন্ত কাউকেই আইসিইউতে নেয়ার প্রয়োজন হয় নি।

গত ২৭ মার্চ থিওডোর রুজভেল্ট যুদ্ধজাহাজে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এ পর্যন্ত ওই জাহাজের একজন সেনা মারা গেছে।

থিওডোর রুজভেল্ট জাহাজের সাবেক ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার সর্বপ্রথম জানিয়েছিলেন যে, ওই জাহাজে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এই তথ্য জানানোর কারণে তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ