গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারি ছুটি চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি সামাজিক দূরত্ব রক্ষা করতে সব ধর্মীয় উপাসনালয়ে লোকজন কম যাওয়ার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারী করেছে ধর্ম মন্ত্রণালয়। সামাজিক দূরত্ব রক্ষার প্রয়োজনে শুক্রবার জুম্মায় মুসুল্লিদের না যেতে এবং রমজান মাসেও মসজিদে তারাবিহর নামাজ ১২ জনের বেশি না পড়ার নির্দেশনা দিয়েছে। সরকারের এ নির্দেশনা সবাই মানলেও ইসকন সম্প্রদায় মানেনি। তারা করোনা মহামারিতে লকডাউনের মধ্যেই মন্দিরে দলবন্ধভাবে অবস্থান করেছে। সে জন্যই ঢাকা স্বামীবাগের ইসকন মন্দিরে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে মন্দিরটি শনিবার রাতে লকডাউন করা হয়।
গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া ইসকন মন্দির লকডাউনের তথ্য নিশ্চিত করে বলেন, ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। দাপ্তরিকভাবে আমরা ৩৬ জন করোনা ভাইরাসে আক্রন্ত হওয়ার তথ্য পেয়েছি।
স্বামীবাগের বাসিন্দারা জানান, ইসকন মন্দিরে তিন শ’র বেশি লোক অবস্থান করছে। আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।