পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তান সেনাবাহিনী বলেছে যে করোনাভাইরাসের সঙ্গে মুসলমান ও পাকিস্তানকে যুক্ত করার জন্য ভারত যে অপচেষ্টা চালিয়েছে তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। পুরো বিশ্ব ভারতীয়দের এই অপচেষ্টার নিন্দা করছে। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তান আইএসপিআরের ডিজি মেজর জেনারেল বাবর ইফতেখার এ কথা বলেন। তার মতে নয়া দিল্লি বরং হিন্দুত্ববাদ ও গেরুয়া সন্ত্রাসবাদ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, অধিকৃত কাশ্মীরে যে ঘৃণার আগুন জ্বালানো হয়েছিলো তা এখন গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। ভারতের সেনাবাহিনী ও রাজনীতির গেরুয়াকরণ একটি দুঃখজনক চিত্র যা বর্তমান পরিস্থিতিতে বিশ্বের কেউই মেনে নিতে পারছে না। বাবর আরো বলেন যে, ভারতীয় সেনাবাহিনী ও এর নেতারা যে মিথ্যা কাহিনী প্রচারের চেষ্টা করেন তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে যেসব মন্তব্য করেছে তাতে তাদের ব্যর্থতার করণে ক্রমবর্ধমান হতাশা ও মনোবল ভেঙ্গে পড়ার বিষয়টি প্রকাশ পায়। জেনারেল ইফতেখার বলেন, করোনাভাইরাসের কারছে পুরো বিশ্ব এখন সঙ্কটে রয়েছে। অথচ এই সঙ্কটের মধ্যেও ভারত এই অঞ্চলে তার আরএসএস এজেন্ডা জোরদার করতে মরিয়া হয়ে চেষ্টা করছে। একপ্রেস ট্রিবিউন,এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।