Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনেতৃবৃন্দ একাত্ম হলেও নেই যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাসের পরীক্ষা, এর ওষুধ ও ভ্যাকসিন উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্বনেতৃবৃন্দ। শুক্রবার সংস্থাটির প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এক বিবৃতিতে বলেছেন, গোটা বিশ্বই যখন এই ভাইরাসের হুমকিতে তখন সম্মিলিত পথেই একে মোকাবিলার স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বৈশ্বিক এ উদ্যোগের সঙ্গে তারা নেই। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার করোনাভাইরাসের ভ্যাকসিন ও এর কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় কার্যকর ওষুধ আবিষ্কারে বৈশ্বিক উদ্যোগের কথা জানান টেড্রস অ্যাহানম গেব্রেইয়েসুস। সমন্বিত এ উদ্যোগ সম্পর্কিত ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘করোভিড–১৯ এর চিকিৎসা, এর পরীক্ষা ও একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি, উৎপাদন ও সমভাবে বিতরণের লক্ষ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কোভিড–১৯ মোকাবিলায় সব মানুষ যেন আমাদের হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ। আমরা সবাই একই হুমকির মুখে রয়েছি, যা উত্তরণে সম্মিলিত উদ্যোগ জরুরি।’ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসাল ভন করোনার টিকা যেন সবাই সমানভাবে পায় তা নিশ্চিতের আহবান জানান। বলেন, ‘অভিজ্ঞতায় আমরা জেনেছি, সরঞ্জাম যখন পর্যাপ্ত থাকে তখনও সবাই তা সমভাবে পায় না। আমরা তা হতে দিতে পারি না।’ উরসাল ভন জানান, করোনা প্রতিরোধ, এর পরীক্ষা ও চিকিৎসার জন্য মে মাসের প্রথম দিকে বৈশ্বিকভাবে ৮১০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি নিশ্চিতের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘এটা কেবল প্রথম পদক্ষেপ, তবে ভবিষ্যতে আরো বেশি প্রয়োজন হবে।’ আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ