Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের মানুষ ও পরিবার নিয়ে উদ্বিগ্ন ইশানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

গেলো বছরের ১০ জুলাই অষ্ট্রেলিয়া প্রবাসী এনবিএন’র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সারিফ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার প্রিয় মুখ অভিনেত্রী ইশানা খান। সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ার আগেই মূলত অষ্ট্রেলিয়া এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। যে কারণে অষ্ট্রেলিয়াতে করোনার প্রভাব খুব বেশি বিপর্যস্ত হয়নি অষ্ট্রেলিয়া। কিন্তু তারপরও নানান নিয়ম নীতি মেনেই চলেছেন অষ্ট্রেলিয়া’বাসীরা। অভিনেত্রী ইশানা ও তার স্বামী অষ্ট্রেলিয়াতে যেখানে আছেন সেখানে তারা লকডাউনে আছেন। ইশানার স্বামী বাসায় থেকেই নিয়মিত অফিস করছেন। তবে ইশানা ভীষণ উদ্বিগ্ন আছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। কারণ বাংলাদেশে করোনার প্রভাব দিনে দিনে বেড়েই চলেছে। ইশানা উদ্বিগ্ন আছেন তার পরিবারের সবাইকে নিয়ে। বিশেষত রাজধানীর উত্তরার পাঁচ নম্বর সেক্টরে আছেন তার বাবা মাহাবুবুল আলম, তার মা নীলিমা ইসলাম ও তার বোন ইয়ারা। তাদেরকে নিয়েই একটু বেশি দু:শ্চিন্তায় আছেন। ইশানার মা নীলিমা ইসলাম বলেন,‘ আল্লাহর অশেষ রহমতে ইশানা ও তার স্বামী বেশ ভালো আছে। ইশানার স্বামী বাসা থেকেই তার অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।’ ইশানা বলেন,‘ প্রতি মুহুর্তে দেশের চ্যানেলগুলোর দিকে চোখ রাখছি। দেশের নানান প্রান্তের খবরে চোখ রাখছি। প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। একটা ভয়ংকর পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাচ্ছি। এই পরিস্থিতি কখন যে স্বাভাবিক হবে তা আমরা কেউই জানিনা। আল্লাহই জানেন করোনার এই বিপর্যয় থেকে আমরা কবে পরিত্রাণ পাবো। অষ্ট্রেলিয়ায় থাকলেও মন পড়ে থাকে বাংলাদেশে। প্রতিটি মুহুর্তই ভীষণ উদ্বগ্নের মধ্যে কাটাচ্ছি। বাবা, মা, বোন’সহ পরিবারের অন্যান্যদের জন্যও দু:শ্চিন্তা হচ্ছে। একটাই শুধু আশা সবার সঙ্গে যেন আবার স্বাভাবিক জীবনে যেন দেখা হয়। আল্লাহ যেন দ্রুত এই করোনার ক্রান্তিকাল থেকে আমাদের রক্ষা করেন।’ ইশানার বড় বোন শাওন আছেন আমেরিকাতে। সেখানে নেভিতে চাকুররীত তিনি। গেলো বছরের এপ্রিল মাসে ইশানা ও সারিফ তপু খানের নির্দেশনায় নাটকে প্রথম অভিনয় করেন। ইশানা মারুফ মিঠুর নির্দেশনায় মোশাররফ করিমের বিপরীতে ‘সেইরকম বাকী খোর’ নাটকে অভিনয় করেন। মাঝে মাত্র কয়েকদিনের জন্য ইশানা দেশে এসেছিলেন। কারণ তার শ্বশুর ইন্তেকাল করেছিলেন। এদিকে অষ্ট্রেলিয়াতেও ইশানা লিটু করিমের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘মন দরজা’র কাজেও অংশ নিয়েছেন। এটি রচনা করেছেন আকিদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ