Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় যেমন আছেন অভিনেত্রী ইশানা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৪ এএম

২০১৯ সালের ১০ জুলাই অস্ট্রেলিয়া প্রবাসী একজন ইঞ্জিনিয়ারকে বিয়ে করে প্রবাসী হন অভিনেত্রী ইশানা। প্রবাসী হলেও অভিনয়ের প্রতি তার এখনো আগ্রহ রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজনের নাট্যনির্মাতার নির্দেশনায় অভিনয়ও করেছেন। তবে নতুন খবর হচ্ছে, অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ‘অ্যাপোলো ইন্টারন্যাশনাল’-এ যোগ দিয়েছেন ইশানা। প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড স্টুডেন্ট রিক্রুটম্যান্ট বিভাগের অ্যাক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেছেন। ইশানা বলেন, ‘আমি যে প্রতিষ্ঠানটিতে চাকরি করা শুরু করেছি তার সঙ্গে অস্ট্রেলিয়ার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ রয়েছে। বাংলাদেশ, নেপাল, ভারতেও প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরী শুরু করতে ভালো লাগছে। এদিকে অস্ট্রেলিয়ায় কিছুদিনের মধ্যে একটি নাটকের শুটিং-এ অংশ নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী ইশানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ