Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে অভিনয়ে দুই বোন ইশানা ও ইয়ারা

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দর্শকপ্রিয় অভিনেত্রী ইশানার ছোট বোন ইয়ারা। ইশানা যখন অভিনয় শুরু করেন তখন থেকেই প্রায় সময়ই বোনের শুটিং-এ যেতেন ইয়ারা। বোনের অভিনয় দেখে দেখেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্ম নেয় ইয়ারার। সেই আগ্রহ থেকেই ইয়ারা জীবনে প্রথম অভিনয় করেন সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় তথ্যচিত্র ‘জয়িতা’য়। নাটকে ইয়ারার যাত্রা শুরু হয় ইরানী বিশ্বাস পরিচালিত ‘চোখের ভুল’-এ অভিনয়ের মধ্য দিয়ে। এই নাটকে তিনি রওনক হাসানের বিপরীতে অভিনয় করেন। তবে দুই বোনকে একই নাটকে নিয়ে প্রথম অভিনয় করেন শিবু তার ‘ছোট্ট স্বর্গ’ নামে নাটকের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় মীর সাব্বির পরিচালিত আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’-এ দুই বোন ইশানা ও ইয়ারা অভিনয় করেন রওনক হাসানের বিপরীতে। এই নাটকে ইশানা অভিনয় করেন মৌ চরিত্রে এবং ইয়ারা অভিনয় করছেন জলি চরিত্রে। আপাতত এই ধারাবাহিকে ইশানা অভিনয় না করলেও ইয়ারা অভিনয় করছেন নিয়মিত। বোনের পথ ধরে অভিনয়ে আসা নিয়ে ইয়ারা বলেন, ‘সত্যি বলতে কী আপুর অভিনয় দেখেই অভিনয় করার আগ্রহ জন্মেছে আমার। এখন টুকটাক কাজ করছি। যারা খুব কাছের তারা তো বেশ ভালো বলছেন এবং অভিনয়ে নিয়মিত হবারও কথা বলছেন। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।’ ইশানা বলেন, ‘ইয়ারা অভিনয়ে বেশ ভালো করছে। আমি চাই সে অভিনয়ে আমাকেও ছাড়িয়ে যাক, আর তখন সেটা আমারই জন্য হবে অনেক গর্বের।’ এদিকে ইয়ারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে ইশানা নতুন ধারাবাহিক মাইনুল হাসান খোকন পরিচালিত ‘হাই সোসাইটি’র কাজ করার পাশাপাশি প্রচার চলতি ধারাবাহিক সৈয়দ শাকিলের ‘স¤্রাট’সহ আরো বেশ ক’টি ধারাবাহিক নাটকেরও শুটিং করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একসঙ্গে অভিনয়ে দুই বোন ইশানা ও ইয়ারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ