Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

কলরেট এবং ডেটা মূল্য কমান
করোনাভাইরাস বৈশ্বিক মহামারী, এতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতোমধ্যে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাংলাদেশেও বাড়ছে। বাংলাদেশে সচেতন মানুষের সংখ্যা কম হলেও সরকার সকলকে আহবান করেছে ঘরে থাকার জন্য। এই অবস্থায় দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদানের বিষয়টিও মৌখিকভাবে নিশ্চিতের পাশাপাশি বাস্তবায়ন করছে সরকার। বেসরকারি সংস্থা, সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও সহায়তা করা হচ্ছে দরিদ্র ও অসহায় মানুষদের। মানুষজনকে গৃহে থাকার নির্দেশনা প্রদানের পাশাপাশি জরুরি সেবা হিসেবে ফার্মেসী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার, ব্যাংকিং সেবা সহ টেলিকম সেবা চালু রাখলেও মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে বেশ প্রতিবন্ধকতার শিকার হচ্ছে বাংলাদেশের কোটি কোটি গ্রাহকরা। করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে গৃহবন্দি এখন সকল মানুষ। উৎসুক জনতা রাস্তাঘাটে ঘুরা ফেরা করতে চাইলেও মোবাইল রিচার্জ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার এখন। কেননা মোবাইল রিচার্জকারী দোকানগুলো বন্ধ। সেই সাথে বিকাশ-রকেট বা এই ধরনের একাউন্ট থেকে মোবাইল রিচার্জ সুবিধাটিও সকলের নেই। বিপরীতে দূরের প্রিয়জনদের সাথে অডিও-ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখা, বাসায় বসেই গুরুত্বপূর্ণ কাজ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, করোনা ভাইরাস সংক্রান্ত সকল তথ্য গ্রহণের জন্য প্রযুক্তির ব্যবহার এখন অধিকহারে বেড়েছে। ঘরে থেকে অলস সময় কাটানোর জন্য অনলাইন গেমস, ই-লার্নিং, নাটক-সিনেমা দেখাসহ বিভিন্নভাবে ডেটার ব্যবহার হচ্ছে এই সময়ে। কিন্তু মোবাইল রিচার্জ-ডেটা সংগ্রহে ঝামেলা হওয়াসহ আর্থিক সংকটও বেশ গুরুত্বপূর্ণ এখন। করোনা সংকটে মানুষজন অসহায়, গৃহবন্দি হয়ে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা, বিদেশে থাকা সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, করোনা ভাইরাস বিষয়ে সকল পরিস্থিতি জানা, প্রযুক্তিনির্ভর কর্মমাধ্যমগুলোতে জড়িত ব্যক্তিরা গৃহে বসেই কাজ করছে। এই সময়ে নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারার জন্য গ্রাহকদের ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া ও কলরেট ফ্রি করা কিংবা কলরেট প্রতি মিনিট ১০ পয়সা ও প্রতি জিবি ডেটা ১০ টাকা ও এক মাস মেয়াদ সুবিধা প্রদানের জন্য সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিকট জোর দাবি জানাচ্ছি।
জুবায়ের আহমেদ
শিক্ষার্থী, ডিপ্লোমা ইন জার্নালিজম, বিজেম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিঠিপত্র

২৪ জানুয়ারি, ২০২২
১৪ অক্টোবর, ২০২১
২৬ ফেব্রুয়ারি, ২০২১
২৮ জানুয়ারি, ২০২১
২৪ জানুয়ারি, ২০২১
১০ জানুয়ারি, ২০২১
২ জানুয়ারি, ২০২১
২০ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন