পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ৫ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম ধর্ষকের পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা উৎকোচ নিয়ে ধর্ষণের আলামত নষ্ট করার জন্য মামলা নেই নিচ্ছি বলে টালবাহানা করছেন।
ধর্ষক ইব্রাহিম মিয়া ও তার পরিবারের সন্ত্রাসী হামলা থেকে বাঁচতে রূপগঞ্জ প্রেসক্লাবে কাফনের কাপড় পড়ে আশ্রয় চাইল ধর্ষিতার পরিবার। গতকাল দুপুরে উপজেলার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে ধর্ষিতা ও ধর্ষিতার পরিবার কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বর্তমানে ধর্ষক ও তার পরিবারের হুমকি ধামকির কারণে তারা ঘর ছাড়া।
ধর্ষিতার পরিবার জানায়, তাদের বাড়ি উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ কেরাব এলাকা। গত সোমবার ধর্ষিতা শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একই এলাকার কবির হোসেনের ছেলে ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ভোলাব তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইফুল ইসলাম ধর্ষক ইব্রাহিম ও তার বাবা কবির হোসেনের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ায় মামলা নেয়নি অভিযোগ ধর্ষিতার পরিবারের। পুলিশকে উৎকোচ দিয়ে সাহস পেয়ে যায় ধর্ষকের পরিবার। তাদের পোষা সন্ত্রাসী দিয়ে ধর্ষিতা ও তার পরিবারের লোকজনকে প্রতিনিয়ত হুমকি ধামকি প্রদান করে আসছে। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ঘরবাড়ি ছাড়া ধর্ষিতা ও তার পরিবার।
এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের সঙ্গে তার সেলফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় গতকাল মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।