Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ২:২৫ পিএম

মীরসরাইয়ের জোরারগঞ্জে বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ধর্ষককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ধর্ষক মোঃ সামছুদ্দিনকে বাড়ী থেকে আটক করা হয়। অভিযুক্ত সামছুদ্দিন (৪৪) মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার ফকির আহম্মদের পুত্র।

ধর্ষণের শিকার যুবতী ও পুলিশ সূত্রে জানা গেছে, জায়গা জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে আসা দক্ষিণ সোনাপাহাড় গ্রামের যুবতীটির সাথে ১ বছর পূর্বে জোরারগঞ্জ থানায় পরিচয় হয় অভিযুক্ত সামছুদ্দিনের সাথে। নিজেকে সালিশিয়ান পরিচয় দিয়ে জমি সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি করে দেয়ার নাম করে মোবাইলে যুবতিটির সাথে সখ্যতা গড়ে তোলে । পরে স্ত্রী ও ২ সন্তানের কথা গোপন করে সামছুদ্দিন যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে যুবতীটির বাড়িতে পরে চট্টগ্রামের আবাসিক হোটেল, সীতাকুন্ড ইকোপার্কসহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে যুবতীটি অন্তঃসত্ত¡া হয়ে পড়লে সামছুদ্দিনকে বিয়ের জন্য চাপ দিলে যুবতীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভ্রæণের গর্ভপাত ঘটায়। একপর্যায়ে যুবতীটি বাধ্য হয়ে বিয়ের দাবীতে সামছুদ্দিনের বাড়িতে গেলে সে ও তার স্ত্রী যুবতীটিকে মারধর করে বের করে দেয়। শুক্রবার (২৪ এপ্রিল) যুবতীটি বাদী হয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ভ্রæণ গর্ভপাত, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ভ্রুণ গর্ভপাত, মারধর ও ভয়ভীতি প্রদানের অপরাধে মোঃ সামছুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষণের শিকার যুবতীটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটককৃত আসামীকে কোর্টে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ