Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে কর্মহীন মানুষের মাঝে ১০টাকা কেজি চাল বিক্রি নতুন করে শুরু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ১:২৬ পিএম

যাচাই-বাছাই শেষে আজ থেকে নতুন করে শুরু হলো কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘষিত বিশেষ ওএমএস কার্যক্রম। পটুয়াখালী জেলায় খোলাবাজারে কর্মহীন প্রান্তিক মানুষের নিকট প্রতি কেজি ১০/- টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

ডিসি মঞ্চ প্রাঙ্গনে পটুয়াখালী সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের ১৫০ জন উপকারভোগীর মাঝে আজ এই চাল বিক্রি করা হয়। পটুয়াখালী জেলার পাঁচটি পৌরসভার মোট ১২,৫০০ জন উপকারভোগী এই সুবিধার আওতায় মাসে ২০ কেজি চাল পাবেন।
সুবিধাভোগীদের নামের তালিকা প্রত্যেক উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে এবং পৌরসভা কার্যালয়ের নোটিশবোর্ডে প্রকাশ করা হবে। কোন অভিযোগ, আপত্তি পাওয়া গেলে যাচাইক্রমে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল বিক্রি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ