রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের ভিজিএফের চাল বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক শহিদ মৃধা, চাল ব্যবসায়ী সেলিম ও আঃ মালেক। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা ও আউয়ার গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় ইন্দেরহাওলা গ্রামের আঃ মালেকের বাড়ি থেকে ১০ বস্তায় ১৫ মণ ভিজিএফের চাল উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্টতা না পাওয়ায় গভীর রাতে আওয়ামী লীগ নেতা শহিদ মৃধাকে ছেড়ে দেওয়া হয়। চাল ব্যবসায়ী সেলিম পুলিশকে জানান, গত সোমবার ইউপি সদস্য জাহিদুল ইসলাম কাজলের কাছ থেকে তিনি উদ্ধারকৃত ওই চাল ক্রয় করে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে আঃ মালেকের বাড়িতে রেখেছিলেন। এ ঘটনায় ওসি (তদন্ত) ইকবাল হোসেন বাদী হয়ে ইউপি সদস্য জাহিদুল ইসলাম কাজল, সেলিম ও আঃ মালেককে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে হতদরিদ্রদের জন্য বরাদ্দের চাল বিক্রির খবরে এলাকায় তোলপাড় চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।