রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
ঘাটাইলে ১০ টাকা কেজি টাকা দরের সরকারি চাউল কালোবাজারে বিক্রির সময় পৃথক দুটি স্থান থেকে ১৬ বস্তা চাউলসহ ২ জন আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শেখ শিমুল ও বিলজলঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ১০ টাকা কেজির সরকারি চাউল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য একটি চক্র উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল বাজার থেকে ২ ভ্যান ভর্তি চাউল হামিদপুর বাজারে নিয়ে যাওয়ার সময় দত্তগ্রামের ছবর আলীর ছেলে আব্দুল হালিম (৫৫) কে চালসহ আটক করে পুলিশ। একই দিনে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী থেকে একটি মিনি ট্রাক ভর্তি ১০ বস্তা চাউল সহ পুলিশ আটক করে। এ সময় ধলাপাড়া গ্রামের আঃ হালিম (৩৫) নামে আরেক কালোবাজারি কে আটক করে। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।