Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাযুদ্ধে সামিল মুন্নাও, সঙ্গী আলফাজ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে সবচেয়ে অগ্রণী ক্রীড়াঙ্গণ। এবার সে পথেই হাঁটছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মরহুম মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম এবং ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসের স্বর্ণজয়ী দলের অধিনায়ক আলফাজ আহমেদ। নিলামে উঠতে যাচ্ছে দেশের ফুটবলের অন্যতম দুই তারকার দু’টি জার্সি। ১৯৯৫ সালে মিয়ানমারে চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মুন্নার অধিনায়কত্বে এটাই ছিল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম শিরোপা।

করোনা দুর্যোগের এই দিনে মোনেম মুন্না নেই। কিন্তু রয়ে গেছে তার কীর্তি ও সেই ঐতিহাসিক জার্সি। ওই ম্যাচের জার্সি বিক্রি করে করোনাভাইরাসে অসহায় মানুষের সহায়তার জন্য অর্থ দিতে চান প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম।

গতকাল সন্ধ্যায় তিনি মুঠোফোনে ইনকিলাবকে বলেন, ‘এই জার্সি বিক্রি করা অর্থ দিয়ে যদি অসহায় মানুষের কিছু উপকারও হয় সেটাই হবে অনেক বড়।’

আলফাজ আহমেদও একই কথা বলেছেন। তার কথায়, ‘আমরা ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে স্বর্ণ জিতেছিলাম। ফাইনালে আমার গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচের ১০ নম্বর জার্সি আমি নিলামে ওঠাতে চাই অসহায় মানুষের সহযোগিতার জন্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ