Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাযুদ্ধে জীবন দিলেন সিএমপির প্রথম পুলিশ সদস্য নাইমুল হক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৯:১৯ পিএম

উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ সদস্য নাইমুল হক (৩৮) করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর একদিন পর গতকাল তার নমুনায় করোনা পজেটিভ আসে বলে জানান নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ খান। নাইমুল হক সিএমপির ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা নগরীর আমবাগান এলাকায়। বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। নাইমুল হককে করোনাযুদ্ধে চট্টগ্রামে প্রথম শহীদ পুলিশ সদস্য হিসাবে উল্লেখ করে নগর পুলিশের কর্মকর্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

চট্টগ্রামে করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৫৩ জন। এদের মধ্যে সিএমপির ৪৪ জন, যার মধ্যে একজনের মৃত্যু হলো। এছাড়া শিল্প পুলিশের তিনজন এবং র‌্যাবের একজন করোনায় আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ