Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্কট আরো দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা ডব্লিউএইচও’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম | আপডেট : ১২:১২ এএম, ২৪ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় পৃথিবীর বহু দেশ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু)। বুধবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, আরও অনেকদিন ধরে পৃথিবীকে এই সংকট মোকাবিলা করে যেতে হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ছাড়িয়েছে। বুধবার জেনেভা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, কয়েকটি দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা গেছে ভাবলেও সেখানে নতুন করে ভাইরাসটির বিস্তার ঘটেছে। আফ্রিকা ও আমেরিকা অঞ্চলের কয়েকটি দেশে ভাইরাসটির সমস্যা বাড়ছে বলে সতর্ক করেন তিনি। গত ৩০ জানুয়ারি ভালো সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, এর মাধ্যমে দেশগুলো প্রস্তুতি ও পরিকল্পনার জন্য যথেষ্ট সময় পেয়েছে। পশ্চিম ইউরোপের বেশিরভাগ মহামারি এখন স্থিতিশীল রয়েছে নয়তো কমে আসছে বলে জানান তিনি। গেব্রিয়াসিস বলেন, ‘সংখ্যা কম হলেও আমরা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও প‚র্ব ইউরোপে ভীতিকর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, ‘বহু দেশ এখনও তাদের মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারি শুরুর দিকে আক্রান্ত হওয়া অনেক দেশেই এখন আবার নতুন করে সংক্রমণ বাড়ছে। কোনও ভুল করা চলবে না: আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই ভাইরাসটি দীর্ঘ দিন আমাদের সঙ্গে থাকবে।’ রয়টার্স।



 

Show all comments
  • Zakir Hossain ২৪ এপ্রিল, ২০২০, ১:১১ এএম says : 0
    করোনা ভাইরাস নিয়ে আমাদের ডাক্তার সাহেবদের তেমন কিছুই করার নাই মনে হয় । এই করোনা মহামারী থেকে বাঁচতে আমাদের নিজেদের সচেতনার কোনো বিকল্প নেই । এই বিষয়ে ডাক্তারি চিকিৎসা থেকে বেশি প্রয়োজন আমাদের খাদ্য নিরাপত্তা । আমরা যদি সারাদিন অর্ধপেটও খেতে পারি , তাহলে আমার বিশ্বাস বাংলাদেশকে আমরা করোনা ভাইরাস মুক্ত করতে পারব ইনশাল্লাহ । আল্লাহ আমাদের সকলের সহায় হউন । আমিন
    Total Reply(0) Reply
  • Sultan Ahmed ২৪ এপ্রিল, ২০২০, ১:১২ এএম says : 0
    সবাই স্বইচ্ছায় দুবেলা খেয়ে হলেও ঘরে অবস্থান করুন। এই দেশের কোন অঙ্গই সঠিকভাবে জরুরি সময়ে কাজে অাসেনা। তাই মৃত্যুর চেয়ে ঘরে বসে থাকাই উত্তম।
    Total Reply(0) Reply
  • MD Mafieg Bhuiyan ২৪ এপ্রিল, ২০২০, ১:১২ এএম says : 0
    বাংলাদেশের বতমানে স্বাস্থ্য ব্যবস্হা বিশাল নাজুক,, প্রশাসনের জরুরি ভিত্তি ব্যবস্হা নেওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • Md. Omar Faruk ২৪ এপ্রিল, ২০২০, ১:১২ এএম says : 0
    দুইজন করোনা রোগীর একজনকে অপর জনের সেবা করতে দিলে সম্ভবত সুস্থহওয়ার হার বৃদ্ধি পাবে,দুইজনই বাঁচার জন্য একে অপরের সেবা করবে।কেই দূরত্বও বজায় রাখবেনা,পালিয়েও যাবেনা,
    Total Reply(0) Reply
  • Md Riyadh ২৪ এপ্রিল, ২০২০, ১:১৩ এএম says : 0
    বাংলাদেশের মানুষ করোনায় আতঙ্কিত নয়,, আতঙ্কিত বিনা চিকিৎসায় মারা যাওয়ার ভয়ে।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ২৪ এপ্রিল, ২০২০, ১:১৩ এএম says : 0
    হে আল্লাহ তুমিই একমাত্র আমাদের হেফাজতকারী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ