Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫৫০কেজি চাল উদ্ধার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৪:৪৩ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভ্যান চালকের বাড়ী থেকে ০১হাজার ৫৫০কেজি চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে সরকারি চাল সন্দেহে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি ওজনের ৩১টি বস্তা চাল নাগেশ্বরী থানায় রাখা হয়েছে।
কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে এগুলো সরকারি চাল। তবে কৌশল করে বস্তা পাল্টানো হয়েছে। এসময় ভ্যান চালক আব্দুল জলিল পালিয়ে যায়। তবে তার বাড়ি থেকে জানা গেছে মন্তাজ নামে এক ব্যবসায়ী ভ্যানচালকের বাড়িতে চালগুলো রাখতে দিয়েছে। তিনি জানান, এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে চালগুলো কোথা থেকে আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ