Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১০:২৭ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধারসহ ২ জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া(ডোমেরহাট) নামক স্থানে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার,কৃষি অফিসার ও থানার ওসি। অভিযানকালে ডোমেরহাটের জনৈক মোস্তাক মাস্টারের বাড়ি থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধারসহ ২ জনকে আটক করে পুলিশ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজ-ই-মাহমুদ জানান,৫০ বস্তা চালের মধ্যে ৫ বস্তা ভিজিডির চাল ও ৪৫ বস্তা খাদ্য বান্ধব কমৃসূচির(১০ টাকা কেজি)চাল। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান,৫০ বস্তা চাল উদ্ধারের পাশাপাশি ২ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আটকরা হলেন স্থানীয় দেলোয়ার হেসেন ও মকবুল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ