মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পবিত্র রমজান মাসে সউদী আরবের দুই পবিত্র মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন বাদশা সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে আগের মতোই বিধিনিষেধ আরোপ রয়েছে। বুধবার সউদীর সরকারি নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
এর আগে, সোমবার দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির টুইটার পেজে করোনার প্রাদুর্ভাবের কারণে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববীতে রমজানে তারাবিহ নামাজের রাকাত সংখ্যা কমানোর ঘোষণা দেন। দুই মসজিদেই এবার তারাবিহর নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত আদায় করা হবে। জেনারেল প্রেসিডেন্সির প্রধান শাইখ আব্দুর রহমান আল-সুদাইস জানিয়েছেন, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবিহ আদায় করা হবে। তবে এতে সাধারণ মুসল্লি থাকতে পারবেন না। কেবল প্রেসিডেন্সির সদস্য ও মসজিদের পরিচ্ছন্নতা কর্মীরা নামাজে অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে, রমজানে কয়েক ঘণ্টার জন্য সউদী আরবের বিভিন্ন শহরে কারফিউ শিথিল করার পরিকল্পনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে যেন আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।