নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেন বেঘোরে প্রাণটা দেওয়া না লাগে, এ জন্য সবাই কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে আছেন। রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর যুবদলের খেলোয়াড় ইনোকেন্তি সামোখভালোভও ছিলেন গৃহবন্দী। কিন্তু যে মৃত্যুর ভয়ে চার দেয়ালের মাঝে নিজেকে আটকে রেখেছিলেন, এত শত আয়োজনের পরেও সেই মৃত্যুকে ফাঁকি দিতে পারলেন না এই তরুণ ফুটবলার। একা একা অনুশীলন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন ২২ বছর বয়সী সামোখভালোভ।
আনুষ্ঠানিক বিবৃতিতে লোকোমোটিভ জানিয়েছে, ‘সামোখভালোভ গত সোমবার একা একা অনুশীলন করছিলেন, নিজের বাসায়। সেটা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। খবরটা জানতে পেরে লোকোমোটিভ মস্কো প্রচন্ড ধাক্কা পেয়েছে। আমাদের জন্য খবরটা অনেক কষ্টের। সামোখভালোভের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবকে সমবেদনা জানাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।