Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের ফিলিস্তিনি হত্যা থেমে নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

সারাবিশ্ব কাঁপছে করোনাভাইরাসের আতঙ্কে। এমন পরিস্থিতিতেও হত্যাকান্ড থেমে নেই। আবারও ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার মিকি রোসেনফেল্ড নামে ইসরাইলের এক মুখপাত্র বলেছেন, ওই ফিলিস্তিনি জেরুজালেমের কাছে একটি চেকপয়েন্টে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। পরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে সে নিহত হয়েছে। ওই মুখপাত্র ফিলিস্তিনি ওই ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে বলেন, ওই সন্ত্রাসী তার গাড়ি নিয়ে চেকপোস্টে আসে এবং এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। সঙ্গে সঙ্গেই সেখানে থাকা নিরাপত্তাকর্মীরা হামলার জবাব দেয় এবং তাকে গুলি করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়েছে। ইসরাইলি ওই মুখপাত্র বলেন, পশ্চিমতীরে প্রায়ই হামলার শিকার হন পুলিশ সদস্যরা। স¤প্রতি মালে আদুমিম ইহুদি বসতি থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পশ্চিমতীরে গত কয়েক বছরে ইসরাইলি বাহিনীর গুলিতে বহু স্বাধীনতাকামী ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী বরাবরই এই স্বাধীনতাকামীদের সন্ত্রাসী বলে উল্লেখ করে আসছে। হারেৎজ।



 

Show all comments
  • জোহেব শাহরিয়ার ২৩ এপ্রিল, ২০২০, ২:৪৭ পিএম says : 0
    আল্লাহ যেনো ইসরায়েলে করোনা পরিস্থিত আরো খারাপ করেন। প্রত্যেকটা ইহুদি যেনো করোনায় ধুঁঁকে ধুঁকে মরে।
    Total Reply(0) Reply
  • Md. Humyun Kabir ২৪ এপ্রিল, ২০২০, ১০:০৪ এএম says : 0
    I cannot support it, Palestine for Muslims, not for Ihudi.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ