মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে থাকা লেবাননে ক্রমবর্ধমান দারিদ্র্য ও কঠোরতায় ক্ষিপ্ত হয়ে কয়েকজন প্রতিবাদী মঙ্গলবার রাজধানী বৈরুতের সড়কে সোশ্যাল ডিসটেন্স মেনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারী নারী-পুরুষ সবাই তাদের গাড়ির জানালা থেকে লেবাননের পতাকা উত্তোলন এবং “বিপ্লব” বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের দাবি, কাজ বা সহায়তা ব্যতিত তারা বাড়িতে থাকতে পারবেন না। কারণ, অর্থনৈতিক সংকট মোকাবিলায় তারা নিরূপায়। একজন বিক্ষোভকারী মিশেল মাহফুজ বলেন, শাটডাউনটি ঘোষণা করার পর আমরা সকলেই এটি মেনে চলি। তবে ত্রিপোলিরক্ষুধার্ত লোকেরা এটি মেনে নিতে পারেনি। বিক্ষোভকালে তাদের বাহনগুলো করোনা পরিস্থিতির নিয়ম মেনে দ‚রত্ব বজায় রাখে।ক্ষুধার্ত ও হতাশার কথা বলে গত কয়েকদিন ধরেই প্রতি সন্ধ্যায় তারা বিক্ষোভ করছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৭ জন এবং মারা গেছেন ২১ জন। রয়টার্স, ন্যাশনাল পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।