প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ব্যাটম্যান’ সিরিজের স্পিন-অফ স্ট্যান্ড-অ্যালোন ফিল্ম ‘জোকার’-এ ভিলেন জোকারের ভূমিকায় অভিনয় করে এই বছর অস্কার জয় করেছেন য়োয়াকিন ফিনিক্স। কিন্তু তারও অনেক আগে তিনি ব্যাটম্যানের ভূমিকায়ই আরেকটু হলে কাস্ট হয়ে গিয়েছিলেন। ১৯৯৭ সালে জর্জ ক্লুনিকে নিয়ে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ফ্লপ হবার পর ‘ব্ল্যাক সোয়ান’ পরিচালক ড্যারেন অ্যারোফস্কিকে সিরিজের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনি প্রধান চরিত্রে ফিনিক্সকে নেবেন বলে সিদ্ধান্ত নেন। “স্টুডিও চেয়েছিল ফ্রেডি প্রিঞ্জ জুনিয়রকে আর আমি চেয়েছিলাম য়োয়াকিন ফিনিক্সকে। সময়টা ছিল অন্য রকম। তারা যেমন চেয়েছিল তার চেয়ে আমার লেখা ‘ব্যাটম্যান’ ভিন্ন ধারার ছিল,” অ্যারোফস্কি এম্পায়ার সাময়িকীকে তার ‘ব্যাটম্যান : ইয়ার ওয়ান’ সম্পর্কে বলেন। “বিখ্যাত ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’কে পাশ কাটিয়ে আমি নতুন করে নির্মাণ করতে চেয়েছিলাম,” তিনি বলেন। তার পরিচালনায় ফিল্মটি আর নির্মিত হয়নি।
এর এক দশক পর ২০০৫ সালে ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজির ‘ব্যাটম্যান বিগিন্স’ মুক্তি পেয়ে ব্লকবাস্টার হয়। এতে অভিনয় করেন ক্রিস্টিয়ান বেল। অ্যারোফস্কির ‘ব্যাটম্যান : ইয়ার ওয়ান’ এনিমেশন অন্য দুজনের পরিচালনায় ২০১১তে মুক্তি পায়। ট্রিলজির পর বেন অ্যাফ্লেক ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অফ জাস্টিস লিগ’ এবং ‘জাস্টিস লিগ’-এ অভিনয় করেন। আসন্ন ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’-এ মূল চরিত্রে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।