মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে জার্মানিতে মানুষের শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দিলো সেদেশের সরকার।
সুস্বাস্থ্যের অধিকারী ১৮ থেকে ৫৫ বছর বয়সী ২০০ মানুষের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষা করা হবে। ইউরোপের এই দেশটির ফেডারেল ইনস্টিটিউট ফর ভ্যাকসিনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য ইনডিপেন্ডেন্ট।
এতে বলা হয়েছে, ভ্যাকসিনটি তৈরি করছে জার্মান বায়োটেক কোম্পানি ‘বায়োএনটেক’। এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটির প্রতিরোধ সক্ষমতা বিজ্ঞানীরা এখন পরীক্ষা করবেন। প্রথম পর্যায়ে পরীক্ষাকৃত ২০০ ব্যক্তির পর ২য় পর্যায়ে আরও বেশি মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। বিশেষ করে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে যারা বেশি ঝুঁকিতে আছেন তাদের উপরও প্রয়োগ হবে ভ্যাকসিনটি।
‘বায়োএনটেক’ কোম্পানি জানায়, তারা ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফিজারের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করছে। আর এই ভ্যাকসিনের নাম হচ্ছে বিএনটি-১৬২। যুক্তরাষ্ট্রেও বিএনটি-১৬২ ভ্যাকসিনটি পরীক্ষা করার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।