Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ টাকার চাল কালোবাজারে, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১২:৪৫ পিএম

সেনবাগের নবীপুরে খাদ্যবান্ধব (১০) টাকা কর্মসূচীর ১৫ বস্তা চাউল উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা। ঘটনায় জড়িত ডিলার ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজাহান সাজু ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন খাঁন নামে দুই আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অচিন্ত্য চাকমা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা নং ১২ (তারিখ ২১.৪.২০ ইং) দায়ের করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অচিন্ত্য চাকমা ও সেনবাগ থানার এস আই তারেকুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উদ্ধার কাজ তদারকি করেন।
স্থানীয় সূত্র জানায়,নবীপুরের ডিলার শাহজাহান সাজু ও ইসমাইল হোসেন খাঁন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা মূল্যের চাউল তালিকাভুক্ত সুবিধাভোগীদের কাছে বিক্রয় না করে বস্তা প্রতি নয় শত টাকা থেকে এক হাজার টাকা দরে কালো বাজারে বিক্রয় করেন। বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগান লেখা ১৫টি বস্তায় ৪৫০ কেজি চাউল সহ তাদের দুইজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার গনমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীপুর ইউনিয়নের ৬টি বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ী গুলোর কয়েকটি ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ৩০কেজি করে চাল রয়েছে। অভিযানকালে চালের তিনটি খালি বস্তা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সেনবাগ উপজেলায় সরকারী ত্রান, টিসিবির পন্য সহ কোনো অনিয়মের ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ