Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ১৩২ বাংলাদেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৭:২৬ পিএম

প্রাণঘাতি করোনায় যুক্তরাজ্যে ১৩২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।এ মৃত্যুসংখ্যা সোমবার পর্যন্ত । মৃতদের বয়স ২২ থেকে ৮৫ বছর। তাদের মধ্যে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ রয়েছেন।
ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি ও কমিউনিটির প্রবীন নেতা কে এম আবু তাহের চৌধুরী ১৩২ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া ১৩২ জনের মধ্যে দুজন ব্রিটিশ বাংলাদেশি নারী রয়েছেন।
লন্ডন সময় সোমবার দুপুর পর্যন্ত যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন, লন্ডনের বাসিন্দা মোঃ রউফুল ইসলাম, মৌলভীবাজারের শেরপুরের বাসিন্দা শিক্ষক আব্দুল হক চৌধুরী, লন্ডনের কুইন্সপার্কের বাসিন্দা ও সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর গ্রামের আলতু মিয়া, নিজ মান্দারুকা গ্রামের দুই সহোদর সিরাজ মিয়া ও মনির মিয়া, নিজ বুরুঙ্গার হিরা মিয়া, উমরপুর নাবারাই গ্রামের খলিলুর রহমান, মোবারকপুর গ্রামের আলাউদ্দীন মিয়া, সাদিপুরের কাজী হাবিবুর রহমান, ম্যানচেষ্টারের বাসিন্দা সিলেটের মোয়াজ্জেম হোসেন, মাহমুদুর রহমান, পুর্ব লন্ডনের বাসিন্দা গোলাপগঞ্জের বাগিরঘাটের আফরোজ আলী, বিশ্বনাথ উপজেলার মুফতিরগাও গ্রামের মোঃ তোয়াহিদ আলী একই উপজেলার বাওয়ানপুর গ্রামের হাজী মশহুদ আলী, জগন্নাথপুর উপজেলার দিঘলী গ্রামের মোঃ মকদ্দুস আলী, একই উপজেলার পুর্ব লন্ডনের বাসিন্দা হাজী আব্দুর নুর, হাবিবুর রহমান, বিশ্বনাথ উপজেলার শাবাজপুর গ্রামের সুরুজ আলী, ব্রিটেনের উপকন্ঠের শহর কেন্টের বাসিন্দা নারায়নগঞ্জ সদর উপজেলার শফিকুল ইসলাম, কেন্টে বসবাসরত সিলেট সদর উপজেলার মোঃ আলী, রচডেল শহরের বাসিন্দা সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুস সোবহান কামালী, মৌলভীবাজারের মোতাহির আলী, ইপসুইচ শহরের বাসিন্দা ও নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের কবির আহমদ, বেন্টনের বাসিন্দা ছাতক উপজেলার জাউয়া বাজারের শাহ আলাউর রহমান, লন্ডনের বেনজনসন রোডের বাসিন্দা ঢাকার ডেমরার শাহজাহান আলী, বার্মিংহামের বাসিন্দা নবীগঞ্জের আবদুল হক চৌধুরী, নবীগঞ্জের মোঃ শুরু মিয়া, উডগ্রীনের বাসিন্দা বিশ্বনাথ উপজেলার বাওয়ানপুর গ্রামের মাসুদ আলী, পুর্ব লন্ডনের বাসিন্দা গোলাপগঞ্জ উপজেলার লামা মনোহরপুর গ্রামের হাজী ফখরুল ইসলাম, একাউনটেন্ট দাউদ উর রহমান, হাইবেরির বাসিন্দা বিশ্বনাথের দোর্জাকাপন গ্রামের আব্দুল মন্নাফ। তাবলীগ জামাতের আমির,জুইসবাড়ীর বাসিন্দা জগন্নাথপুর উপজেলার আব্দুল মুকিত, লন্ডনের হ্যাকনি হোমারটন হাসপাতালের কনসালটেন্ট, নবীগঞ্জ উপজেলার কামারগাও গ্রামের ডাঃ আব্দুল মাবুদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলার ব্যবসায়ী ফয়সল চৌধুরী, লিভারপুলের বাসিন্দা ওসমানীনগর উপজেলার খুজকীপুরের বাসিন্দা, খলিলুর রহমান, পুর্ব লন্ডনের বাসিন্দা বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের বদরুল ইসলাম টুনু, বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামের মাওলানা আব্দুল মুকিত, বাগেরহাট জেলার দমলাড়াই গ্রামের ব্যারিস্টার মনিরুজ্জামান শেখ, লুটন শহরের বাসিন্দা দক্ষিন সুরমা উপজেলার সিলামের দিবুল আহমেদ ও তার মা ফাতেমা বেগম, সাউথ লন্ডনের তৌহিদ আহমেদ, জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের ফিরুজ আলী সুফি, লন্ডনের রেড ব্রিজ এলাকার বাসিন্দা কাজী বাদল, নিউপোর্টের হাজী মনির মিয়া, বিশ্বনাথের আবদুল হাই, ছাতকের আনসার মিয়া, ইমাম মুফতি মরতুজ হোসাইন খান, বিয়ানীবাজারের আফসার উদ্দীন।
ব্রিকলেন এলাকার মনির মিয়া, মৌলভীবাজার সদর উপজেলার আবুল কালাম, পুর্ব লন্ডনের গ্রীন ষ্ট্রিটের বাসিন্দা দিরাই জগদল গ্রামের সদরুল হক, বিয়ানীবাজারের আলহাজ রউফুল ইসলাম, ক্যামডেন টাউনের সিরাজ উদ্দীন, সুইস কটেজের বাসিন্দা মৌলভীবাজার শহরের মইনুল ইসলাম চৌধুরী বাবলু, ইলফোর্ডের বিলাল আহমদ, নড়াইলের মাকসুদ উল আলম বাদল, ফেনীর চৌধুরী ইসলাম, পুর্ব লন্ডনের মনসুর খান, বিশ্বনাথ উপজেলার হাজী সোলেমান মিয়া, পপলারের বাসিন্দা গোলাপগঞ্জ উপজেলার হাজি জামিল আহমেদ, ম্যানচেষ্টারের বাসিন্দা জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের হাজী আতিকুর রহমান, পশ্চিম লন্ডনের বাসিন্দা ও দক্ষিন সুরমার লালাবাজারের বনগাও গ্রামের রূপজান বিবি, জগন্নাথপুর উপজেলার তিলক গ্রামের হাজী মনসুর খান, ইলফোর্ডের বাসিন্দা গোলাপগঞ্জ উপজেলার দিলাল আহমদ, নর্থ লন্ডনের বাসিন্দা মৌলভীবাজার সদর উপজেলার এরশাদ মিয়া।
এছাড়াও করোনা ভাইরাসে মৃতের তালিকায় রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি জমসেদ আলী, বদরুল হক, হিরা মিয়া, আলহাজ আহমেদ আলী, মদরিস আলী, মাহমুদুর রহমান, জসিম উদ্দীন, আব্দুস সাত্তার, গোলাম রব্বানী, আশরাফ আলী, ফখরুল ইসলাম, আলতাব আলী, শহিদ মিয়া, মুহিবুর রহমান চৌধুরী, রাকিব আলী, মুশফিক চৌধুরী, নওয়াজ উল্লাহ, তফজ্জুল আলী, দিলন মিয়া ও এনামুল ওয়াহিদ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, করোনায় দেশটিতে ১ লাখ ২৪ হাজার ৭৪৩ জন শনাক্ত এবং ১৬ হাজার ৫০৯ জন মারা গেছে। সোমবার মারা গেছে ৪৪৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ