মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট আগামী শুক্রবার (২৪ এপ্রিল) ভারত যাবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট আগামী ২৪ এপ্রিল পরিচালনা করা হবে। এ ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে। এই ফ্লাইটের ইকোনমি ক্লাসে ১৫০ জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।
মঙ্গলবার বিকেল থেকে আগামী ২৩ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে টিকিট কেনা যাবে বলেও জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।