Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার গাজীপুরে করোনায় আক্রান্ত ৩২ পুলিশ সদস্য

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১:৫৫ পিএম

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানায় কর্মরত। বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানায় কর্মরত।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সোমবার (২০ এপ্রিল) মহানগর পুলিশের গাছা থানায় নতুন ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে এ থানার আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শকের (এসআই) প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল মেডিকেল টিম গাছা থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। তাদের নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে গাছা থানার আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে থানাটির ২৫ কর্মকর্তা-স্টাফের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। থানার আরও ৪২ জনের মতো পুলিশের ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আক্রান্তরা সবাই আইসোলশনে আছেন। পাশাপাশি থানার নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ