মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, করোনা আক্রান্তের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই সম্প্রতি তাদের শারীরিক পরীক্ষা করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই মিউনিসিপাল করপোরেশন। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ১৬৭ জন সাংবাদিক ও ক্যামেরাম্যানের শারীরিক পরীক্ষা হয়। এতে ৫৩ জন সাংবাদিকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা বর্তমানে আইসোলেশনে আছেন বলে জানায়।
জি নিউজ জানায়, মুম্বাইয়ে এখনও পর্যন্ত ১৭১ জন সাংবাদিকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিএমসির স্বাস্থ্য কমিটির প্রধান আমে ঘোলে জানান, আক্রান্তদের মধ্যে রিপোর্টার, ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার রয়েছেন।
ভারতে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। এ রাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২২৩ জন মারা গেছেন আক্রান্তের সংখ্যা ৪২০৪ জন। আর ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৮ জনে। যার মধ্যে ৫৯২ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।