Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মগোপন করে থাকা তাবলীগের সদস্যদের খোঁজ দিলেই ১০ হাজার রুপী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১২:১৬ পিএম

করোনা নিয়ে আতঙ্ক এখন গোটা বিশ্ব জুড়ে। ভারতজুড়ে চলমান লকডাউনের মধ্যে গা ঢাকা দিয়ে আছেন দিল্লীর তাবলীগ জামাতে অংশগ্রহণকারী কয়েকজন সদস্য। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ সেই সাথে আত্মগোপন করে থাকা সদস্যদের খোঁজ দিলেই ১০ হাজার রুপী পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
বারবার অনুরোধ সত্ত্বেও দিল্লি থেকে ফেরার পনেরো দিন পরেও ওই তবলীগ জামাতের সদস্যরা করোনা পরীক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হননি। উল্টো পুলিশের নজর এড়াতে, আত্মগোপন করে রয়েছেন। এর ফলে ভারতীয় পুলিশ এই আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে। কানপুর রেঞ্জের আইজি মহিত আগরওয়াল বলেন, এখনো সময় আছে। নিজে থেকে ওরা এসে যদি পুলিশের সঙ্গে সহযোগিতা করে, তো ভালো। না হলে, কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।
দেশজুড়ে করোনালকডাউন শুরু হওয়ার আগে সব নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লীত তাবলীগ জামাত অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে তবলিঘি সদস্যরা এসে, ওই সমাবেশে যোগ দেন।
এই তাবলীগ জামাত থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অনেকজন মানুষ। সেই সাথে করোনায় প্রাণহানি হয়েছে অনেক মানুষের। এরই মধ্যে এই সংগঠনের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ