যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
দয়া নয়, আমাদের উপর গরীব দুঃখীর হক, সর্বোপরি মহান আল্লাহ পাকের নির্দেশ, আসুন আমরা বিপদে তাদের পাশে দাঁড়াই” উক্তিটি যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিশ্বনাথ উপজেলার লালটেক গ্রামের আলমাস আলীর ।
দীর্ঘ ৩০ বৎসর যাবৎ তিনি নিউইয়র্কে পরিবার ভাইবোনসহ সম্মানের সাথে অবস্থান করে আসছেন। দেশের হতদরীদ্র মানুষের পাশে সর্বদা তাঁর নিজ সামর্থ্য অনুযায়ী ছিলেন আছেন এবং থাকবেন, এটা তাঁর স্বপ্ন ও প্রত্যাশা।
আলমাছ আলী অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে প্রতিনিয়ত তাদের সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন। দেশের দরীদ্র জনগোষ্ঠীর জন্য টিউবওয়েল স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করা, ঘরবাড়ী মেরামত, খৎনা ক্যাম্পিং, গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ বহন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অনুদান দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রেও অনেক সেবামুলক কাজের সাথেও নিজেকে জড়িত রেখেছেন।
বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতি ও আসন্ন রমজান উপলক্ষ্যে তিনি নিজ পরিবার ও গ্রামের যুবকদের সহযোগীতায় ১৪ এপ্রিল, মঙ্গলবার বিপুল পরিমান খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তাঁর গ্রামের অধিবাসী ও আত্মীয় – স্বজনদের মাঝে বিতরন করেন।
আলমাছ আলী সমাজের বিত্তবানদের অনুরোধ জানিয়েছেন, অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। সদ্য প্রয়াত আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ তাঁর পরিবারের মরহুম মরহুমার জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ প্রিয়জন ও বিশ্ববাসীর শান্তি কামনা এবং নিজের পরিবারের জন্যও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।