বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৈশাখ পয়লা সপ্তাহ পাড়ি দিলো। গ্রীষ্মকালের ‘স্বাভাবিক’ তাপদাহ নেই। বরং তাপমাত্রা সহনীয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সবক’টি বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও অস্থায়ী হিমেল দমকা থেকে ঝড়ো বয়ে যায়।
এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটে ২৯ মিলিমিটার। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি ঝরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সে.। ঢাকায় পারদ সর্বোচ্চ ৩২.২ ও সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সে.।
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় বিজলি চমকানো এবং অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী ৫/৭ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।