বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইন্দুরকানী উপজেলা লকডাউন ঘোষণা হলেও লকডাউনের নিয়ম কেহ মানছে না। তেমনি প্রশাসন অনেকটা ঢিলেঢালা। লকডাউনের মধ্যে চলছে সব সাপ্তাহিক বজার । যদিও সাপ্তাহিক বাজারগুলে সামাজিক দুরত্ব বজায় রেখে বসতে বললেও বিভিন্ন ব্যবসায়ী ও দোকানদাররাা তা মানছে না । তারা ইচ্ছেমত খেয়াল খুশিমত বসছে। সোমবার উপজেলার পত্তাশী কলেজ মাঠে সাপ্তাহিক বাজারে দুই সবজি বিক্রেতার বসা নিয়ে একে অপরের উপর হামলা চালায় হামলায় এক বিক্রেতার এক ঘুষিতেই অপর ব্যবসায়ীর নাক ফাটিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায় , উপজেলা পত্তাশী এলাকার রুবেল সবজী বিক্রির জন্য কলেজ মাঠে বসা ছিল এসময় একই এলাকার মান্দার ফকির সবজি নিয়ে বসা শুরু করলে সবজী বিক্রেতা রুবেল দুরে সরে বসতে বললে মানদার ফকির উত্তেজিত হয়ে সবজি বিক্রেতা রুবেলকে ঘুষি দিয়ে তার নাক ফাটিয়ে দেয়। পরে স্থানীয়দের হামলায় সবজী বিক্রেতা মানদার ফকিরের ছেলে আবু বক্করও আহত হয়। আহত রুবেল কে উদ্ধার করে চিকিৎসার জন্য ইন্দুরকানী উপজেলা সাাস্থ্য কমপ্লেক্স্রে পাঠানো হয়েছে। পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, দুই বিক্রেতার বসা নিয়ে কথার কাটাকাটিতে এক জন উত্তেজিত হয়ে ঘুষি মারলে এক ঘুষিতেই রুবেলের নাক ফেটে যায়। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবীবুর রহমান জানান,বাজারে বসা নিয়ে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে ঘুষি দিয়ে নাক থেতলে দিয়েছে আবার নিজোরাই মিমাংসা হবে বলে শুনেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।