Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে এনএইচএস কর্মীদের জন্য বিনামূল্যে হ্যারি পটার বাস

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৯:৪৫ পিএম

যুক্তরাজ্যের এনএইচএসকর্মীদের ধন্যবাদ জানিয়ে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে বেরিয়ে কিংবা জানালা দিকে থাকিয়ে হাততালি দিয়ে থাকেন। কেউবা ফ্রি খাবার তাদের জন্য পৌঁছে দিচ্ছেন। এবার তাদের জন্য পরিবহন সেক্টর থেকে এসেছে নতুন সুখবর।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার এনএইচএস কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দিতে ব্যবহার হচ্চেছ হ্যারি পটার ছবির দৃশ্য দিয়ে সাজানো কয়েকটি বাস।

দক্ষিন ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের আবাসিক ও বাণিজ্যিক এলাকা লিডসডেনে ব্যবহৃত হতো হ্যারি পটার দ্বিতল বাস গুলো।

সাধারনত ভক্তদের নিয়ে চলচ্চিচত্র স্টুডিও ঘরে বেড়াতো এ বাসগুলো দিয়ে। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন লকডাউন চলায় এনএইচএস কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দিতে ব্যবহার হচ্চেছ এগুলো।

করোনাভাইরাসের কারনে তাদের কার্যক্রম বন্ধ থাকায় হ্যারি পটার ফ্র্যাঞ্চইজির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ও বাস কোম্পানি গোহ্বেন ট্যুরস হার্টফোর্ডশায়রের তিনটি স্থানে স্বাস্থ্যকর্মীদের সেবা দিতে তারা ব্যবহার করছে হ্যারি পটার বাস।

এনএইচএস ট্রাস্টের ওয়ার্ডফোর্ড জেনারেল, সেন্ট অলবানস সিটি এবং হেমের হেস্পিস্টিড হাসপাতালে প্রতিদিন স্থানীয় সময় ভোর ৬টা ও রাত ১০ টায় স্বাস্থ্যকর্মীরা পরিবহন সেবা পাচ্চেছন।

ওয়েস্ট হার্টস হাসপাতালের এনএইচএস ট্রাস্টের পক্ষে পল দা গামা বলেন, অসুস্থতা ও সেলফ আইসোলেশনের কারণে আমাদের শ্রমশক্তি হ্রাস পেয়েছে। যেবস কর্মী সুস্থ আছেন তাদের পরিবহন সংকট রয়েছে। তারা যেন নিয়মিত কর্মস্থলে আসতে পারেন সেজন্য এই দ্বিতল বাস সেবা সত্যিই খুব দরকার ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ